আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

আরব আমিরাত থেকে দেড় মাসে দেশে আসলো ১০০ মরদেহ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-২৪ ২১:০২:৩৪

কয়েস আহমদ, আরব আমিরাত :: আরব আমিরাত থেকে গত দেড় মাসে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রায় ১০০ বাংলাদেশির মরদেহ দেশে পাঠানো হয়েছে। এছাড়া চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে পাঁচ হাজার বাংলাদেশি কর্মীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। দূতাবাসের এক শীর্ষ কর্মকর্তা এ সব তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ দূতাবাসের চার্জ ডি অ্যাফায়ার্স মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করা অনেক বাংলাদেশির আত্মীয় স্বজন তাদের মৃতদেহ দেশে ফিরিয়ে নেয়ার অপেক্ষা করছিলেন। তবে ভ্রমণের বিধিনিষেধের কারণে এই মরদেহগুলি বাংলাদেশে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। মার্চ মাস থেকে সংযুক্ত আরব আমিরাতের মর্চুয়ারিতে মরদেহগুলো ছিল। তবে ধীরে ধীরে দূতাবাস তাদের প্রত্যাবাসনে সহায়তা করছে।

রহমান বলেন, দূতাবাস সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় কার্গো ফ্লাইটে মরদেহ প্রত্যাবাসন শুরু করে।

রহমান আরো বলেন, ২০টিরও বেশি বিশেষ বিমান সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের সহযোগিতায় সংযুক্ত আরব আমিরাত থেকে ৫ হাজারেরও বেশি লোককে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। এবং দূতাবাস আটটি চার্টার্ড ফ্লাইটে যারা দুর্দশাগ্রস্থ বা চাকরি হারিয়েছে তাদের দেশে ফেরত পাঠানোর  ব্যবস্থা করেছে। তবে আবুধাবি ও দুবাই থেকে আরও ২০ টি মরদেহ দেশে ফেরত পাঠানো বাকি রয়েছে।

রহমান বলেন, যে সকল কর্মীরা চাকরি হারানোর পরে যাতায়াতের ব্যয় বহন করতে সক্ষম হয়নি তাদের দূতাবাস থেকে সহায়তা করা হয়েছে এবং সংস্থাগুলো আর্থিক সহায়তাও দিয়েছে।

রহমান সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি কমিউনিটিকে ধৈর্য ধরার এবং যে কোনো প্রয়োজনে দূতাবাসের কাছে যাওয়ার আহ্বান জানান। তিনি জানান এটি বাংলাদেশের সবার জন্য পরীক্ষার সময়, মানুষ বাংলাদেশে হোক বা সংযুক্ত আরব আমিরাতের হোক।

কূটনীতিক কোভিড-১৯ সংকট মোকাবেলায় সংযুক্ত আরব আমিরাত সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন।

সিলেটভিউ২৪ডটকম/ ২৪ জুন ২০২০/ কয়েছ/ শাদিআচৌ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক মধ্যপ্রাচ্য খবর

  •   গ্রীষ্মের শুরুতে ওমান শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা জারি
  •   ওমানে নতুন নিয়মে বাড়ছে লকডাউন
  •   আহমদ আরেফের মৃত্যুতে বিএনপি নেতা কাইয়ুম চৌধুরীর শোক
  •   মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক মুকিবের শোক
  •   সিঙ্গাপুরে আলোচিত বই বিক্রির তালিকায় প্রবাসী শরীফের ‘স্ট্রেন্জার টু মাই ওয়ার্ল্ড’
  •   ওমানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত
  •   ব্যারিস্টার মওদুদের মৃত্যুতে বিএনপি কাতার শাখা উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত
  •   আওয়ামীলীগ দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে: মির্জা ফখরুল
  •   স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন মধ্যপ্রাচ্য সমন্বয় কমিটির সভা
  •   আমিরাতে বাংলাদেশি নারী উদ্যোক্তা আঁখির স্বপ্নপূরণের পথে...