Sylhet View 24 PRINT

ওমানে বাণিজ্যিক ফ্লাইট চালু হলে যাত্রীদের চার ঘন্টা পূর্বে বিমানবন্দরে পৌঁছতে হবে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-২৮ ১১:৪৭:০১

রেজওয়ান আহমদ সুজন, ওমান :: মধ্যপ্রাচ্য দেশ ওমানে বিমানবন্দর খোলে দেওয়ার সবুজ সংকেত দেওয়া হয়েছে।খুব শীগ্রহ বাণিজ্যিকভাবে বিমান চলাচল স্বাভাবিক হতে পারে বলে এমনটা জানিয়েছে দেশটির জনপ্রিয় নিউজ টাইমস অফ ওমান।

কোভিড-১৯ মহামারী চলাকালীন যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য একাধিক প্রক্রিয়ার অংশ হিসাবে ওমান বাণিজ্যিক ফ্লাইট চালু হলে যাত্রীদের অবশ্যই বিমান ছাড়ার চার ঘন্টা পৃর্বে বিমানবন্দরে পৌঁছতে হবে।

শনিবার (২৭ জুন) ওমান বিমানবন্দর কতৃপক্ষ জানিয়েছেন, ভ্রমণের আগে যাত্রীদের অনলাইনে তাদের যাতায়াত প্রক্রিয়া সম্পন্ন করবে এবং ই-টিকিট ব্যবহার করতে হবে। যাত্রীদের শুধুমাত্র একটি হ্যান্ডব্যাগ বহন করার অনুমতি দেওয়া হবে।

যে সকল যাত্রীদের কোভিড-১৯ এর লক্ষণগুলি দেখা দিবে তারা সংশ্লিষ্ট স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয় এবং যাত্রীরা বিমানবন্দর টার্মিনালে থাকা অবস্থায় অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।

উল্লেখ্য, কত তারিখ থেকে বাণিজ্যিকভাবে বিমান চলাচল স্বাভাবিক হবে এমনটা জানানো হয়নি। তবে পৃর্বের ঘোষণা অনুযায়ী আগামী ৬ জুলাই পর্যন্ত বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে।

সুত্র: টাইমস অফ ওমান।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.