Sylhet View 24 PRINT

ওমানে করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-১৩ ১৬:১৬:২৬

রেজওয়ান আহমদ সুজন, ওমান :: মধ্যপাচ্য দেশ ওমানে করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে আজ সর্বোচ্চ শনাক্ত ২ হাজার ১৬৪ জন। যা পূর্বের সকল রেকর্ড অতিক্রম করেছে।

সোমবার (১৩ জুলাই) ওমানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত অনলাইন বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ৬ হাজার ১৭৩ জন ওমানী ও প্রবাসীদের কোভিড-১৯ পরীক্ষা শেষে  করোনা সনাক্ত করা হয় ২ হাজার ১৬৪ জন। যাদের মধ্যে ৫৯২ জন প্রবাসী ও ১ হাজার ৫৭২ জন ওমানি নাগরিক রয়েছেন।

দেশটিতে ২ লক্ষ ৪৪ হাজার ৭৮৭ জনের শরিলে করোনায় পরীক্ষা শেষে সর্বমোট শনাক্র করা হয়েছে ৫৮ হাজার ১৭৯ জন। যাদের মধ্যে ৩১ হাজার ৭২ জন ওমানি ও ২৭ হাজার ১০৭ জন প্রবাসী নাগরিক।

এছাড়া, কোভিড-১৯ আক্রান্ত হয়ে আজ একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ১৫৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭ হাজার ২৫৭ জন। যাদের মধ্যে ২০ হাজার ৫৭০ জন প্রবাসী ও ১৬ হাজার ৬৮৭ জন ওমানি নাগরিক।

এদিকে, সোমবার করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ২ জন। দেশটিতে সর্বশেষ তথ্য অনুযায়ী করোনা আক্রান্ত হয়ে ১৩১ জন প্রবাসী সহ সর্বমোট মারা গেছেন ২৫৯ জন।


সিলেটভিউ২৪ডটকম/১৩ জুলাই ২০২০/আরএএস/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.