Sylhet View 24 PRINT

ওমানে সন্ধ্যা ৭টার আগে ঘরে না ফিরলে ১০০ রিয়াল জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-২৩ ২৩:২৮:৩২

ওমান প্রতিনিধি :: ওমানে সন্ধ্যা ৭টার আগে বাড়ি ফিরার নির্দেশ, আইন অমান্য করলেই ১০০ রিয়াল জরিমানার ঘোষণা দিয়েছে ওমান পুলিশ।

ওমানে করোনা আক্রান্ত'র সংখ্যা  বৃদ্ধি হওয়ার কারণে আগামী ২৫ জুলাই শনিবার থেকে গোটা ওমান লকডাউন ঘোষনা করেছে ওমানের সুপ্রিম কমিটি। ২৫ জুলাই থেকে ৮ই আগস্ট পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টার আগে সবাইকে ঘরে ফিরতে হবে বলে জানিয়েছেন রয়্যাল ওমান পুলিশ। সর্বজনীন জায়গা এবং দোকানপাট বন্ধ রাখতে হবে একই সময়ে।

এ ব্যাপারে বৃহস্পতিবার (২৩ জুলাই) গণমাধ্যমকে জানিয়েছেন রয়্যাল ওমান পুলিশের মহাপরিচালক ব্রিগেডিয়ার সাইদ আল আসমি। প্রত্যেককে অবশ্য সন্ধ্যা ৭ টার আগে গুরুত্বপূর্ণ কাজ শেষ করে ঘরে ফিরতে হবে। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬ টা পর্যন্ত হাঁটাচলা বা পরিবহন সহ কোন ধরনের চলাচলের অনুমতি দেওয়া হবে না। বন্ধ থাকবে প্রতিটি অঞ্চলের রাস্তা।

তিনি আরও বলেন, এ লকডাউনের সিদ্ধান্তের আইন অমান্য করলে তাদের ১০০ রিয়াল জরিমানা করা হবে। লকডাউনের ১৫ দিন আমরা সকলের পূর্ণ সহযোগিতা কামনা করছি, কারণ সংক্রমণের সংখ্যা হ্রাস করার একমাত্র উপায় হল ব্যক্তিগত দায়বদ্ধতা। আশা করি সবাই ওমানের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন।


সিলেটভিউ২৪ডটকম / ২৩ জুলাই, ২০২০ / রেজওয়ান / ডালিম

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.