আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

ওমানে ভাগিনার হাতে জোড়া খুন, ঘাতক পলাতক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-২৬ ১০:২৪:০৭

রেজওয়ান আহমদ সুজন, ওমান : মধ্যপাচ্য দেশ ওমানে খালতো বোনের ছেলে ঘাতক জাবেদ হোসেন নামের একজন প্রবাসীর  হাতে আপন দুই ভাই খুনের ঘটনা ঘটেছে। এসময় অপর এক ভাই গুরুত আহত হয়েছে বলে জানা যায়।

গতকাল শুক্রবার ওমানের ইবরি প্রদেশে রাত আনুমানিক ২:০০টায় রুমের ভেতর ঘুমন্ত অবস্থায় আপন দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে পালিয়ে যায় ঘাতক জাবেদ।

স্থানীয় প্রবাসী ও প্রতিবেশীদের তথ্য অনুযায়ী জানা যায়, চট্রগ্রাম জেলার, বোয়ালখালী পৌরসভার ৮নং ওয়ার্ডের পশ্চিম গোমদন্ডী মনুপাড়ার শামসুল অালমের দুই ছেলে মো: জানে আলম ও মো: হাবিবকে জবাই করে পালিয়ে যায় নিহতের খালতো বোনের ছেলে জাবেদ। এসময় তাদের আরেক ভাই বদিউল আলমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ঘাতক।

জানা যায়,নিহত দুই ভাই দীর্ঘ-দিন যাবত ইবরি প্রদেশে কোনটি ওয়েল্ডিং কারখানা ও কফি শপের ব্যবসার সাথে জড়িত ছিলেন। ঘাতক জাবেদ একই পৌরসভার ১নং ওয়ার্ডের শাকপুরা উত্তর পাড়ার মো: জহির আহদের ছেলে। সেই নিহতদের দোকানের কর্মচারী হিসাবে চাকরি করত। কী কারণে এমন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা এখনও জানা যায়নি।

এদিকে, ঘাতক জাবেদকে গ্রেফতারে অভিযানে নেমেছে রয়েল পুলিশ ওমান।স্থানীয় গনমাধ্যম হত্যাকারীর সন্ধান চেয়ে সংবাদ প্রচার করেছে (ওঅারপি)। এসময় ঘাতক জাবেদকে দেখলে আটক করে পুলিশের হাতে সোপর্দ করার জন্য সকল প্রবাসীদের প্রতি পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। অথবা ৯৯৯৯ এ নাম্বারে কল করে জানাতে বলা হয়ছে।

এমন নির্মম হত্যাকাণ্ডের ফলে ওমান প্রবাসী বাংলাদেশীদের মধ্যে বেশ আতঙ্ক বিরাজ করছে। প্রতিবেদন লেখা পর্যন্ত ঘাতক জাবেদকে গ্রেফতার করা হয়েছে বলে এমন তথ্যে জানা যায়নি। তবে স্থানীয় গনমাধ্যমের সূত্রে জানা যায় জাবেদকে প্রেফতারে ওমান প্রশাসন বেশ তৎপর রয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/২৬ সেপ্টেম্বর ২০২০/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক মধ্যপ্রাচ্য খবর

  •   গ্রীষ্মের শুরুতে ওমান শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা জারি
  •   ওমানে নতুন নিয়মে বাড়ছে লকডাউন
  •   আহমদ আরেফের মৃত্যুতে বিএনপি নেতা কাইয়ুম চৌধুরীর শোক
  •   মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক মুকিবের শোক
  •   সিঙ্গাপুরে আলোচিত বই বিক্রির তালিকায় প্রবাসী শরীফের ‘স্ট্রেন্জার টু মাই ওয়ার্ল্ড’
  •   ওমানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত
  •   ব্যারিস্টার মওদুদের মৃত্যুতে বিএনপি কাতার শাখা উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত
  •   আওয়ামীলীগ দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে: মির্জা ফখরুল
  •   স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন মধ্যপ্রাচ্য সমন্বয় কমিটির সভা
  •   আমিরাতে বাংলাদেশি নারী উদ্যোক্তা আঁখির স্বপ্নপূরণের পথে...