আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

‘ঢাকা বিমানবন্দরে টাকা না দিলে দুবাই ভিজিটে আসতে দেয়া হয় না’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১১-০৮ ১৬:১৭:৫১

লুৎফুর রহমান, দুবাই :: সংযুক্ত আরব আমিরাত সরকার ভিজিট ভিসায় বাংলাদেশীদের আসতে দিচ্ছে।

ভিজিট ভিসায় আমিরাতে আসার পর ভিসা চেঞ্জ করে কোম্পানির মাধ্যমে ভিসা বা পার্টনার ভিসা লাগানোর সুযোগ করে দিয়েছে। কিন্তু বাংলাদেশ এয়ারপোর্টে ভিজিট ভিসাধারীদের আটকে দেওয়া হচ্ছে। বিমানবন্দরের কিছু অসাধু কর্মচারীদের কারণে বৈধ ভিজিট ভিসাসহ যাবতীয় ডকুমেন্ট থাকা সত্বেও আসতে দেওয়া হচ্ছে না। এসব অসাধু কর্মচারীরা কন্ট্রাক বাণিজ্যের মাধ্যমে ভিজিট ভিসার মানুষদের আসতে দিচ্ছে। যারা কন্ট্রাক করছে না তাদের আটকে দিচ্ছে।

বাংলাদেশের বিমানবন্দরগুলোতে ভিজিট ভিসাধারী যাত্রীদের বিমানবন্দরের অসাধু কর্মচারীদের দ্বারা হয়রানী ও কন্ট্রাক বাণিজ্যের প্রতিবাদে প্রবাসী ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব বলেন বক্তারা।

শনিবার (৭ই নভেম্বর) আমিরাতের রাজধানী আবুধাবীর একটি রেস্তোরায় আয়োজিত সম্মেলনে বক্তব্য রাখেন- ব্যবসায়ী জিয়া উদ্দিন তফাদার, আব্দুল মান্নান, আতাউর রহমান আতা, শাহেদ নূর, বেলাল উদ্দিন, মুজিবুর রহমান, জহিরুল ইসলাম, মাহবুব আলম চৌধুরী, আজমল খান, আসাদূর রহমান, তারেক আহমদ, বশির আহমদ, আব্দুল ওদুদ, ফারুক আহমদ, মাছুম আহমদ, আব্দুর রহিম আরো অনেকে।

বক্তারা আরো বলেন, এমন অবস্থা চলতে থাকলে অচিরেই আমিরাতে বাংলাদেশের জনশক্তি রপ্তানি ক্ষতিগ্রস্থ হবে। যত দূত সম্ভব এসব সমস্যা সমাধান করে ভিজিট ভিসা ধারীদের আমিরাতে আসতে দেওয়ার সুযোগ দেওয়া হোক। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের দৃষ্টি দেওয়ার জন্য প্রবাসী ব্যবসায়ীদের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি।


সিলেটভিউ২৪ডটকম/০৮ নভেম্বর ২০২০/এলআর/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক মধ্যপ্রাচ্য খবর

  •   গ্রীষ্মের শুরুতে ওমান শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা জারি
  •   ওমানে নতুন নিয়মে বাড়ছে লকডাউন
  •   আহমদ আরেফের মৃত্যুতে বিএনপি নেতা কাইয়ুম চৌধুরীর শোক
  •   মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক মুকিবের শোক
  •   সিঙ্গাপুরে আলোচিত বই বিক্রির তালিকায় প্রবাসী শরীফের ‘স্ট্রেন্জার টু মাই ওয়ার্ল্ড’
  •   ওমানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত
  •   ব্যারিস্টার মওদুদের মৃত্যুতে বিএনপি কাতার শাখা উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত
  •   আওয়ামীলীগ দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে: মির্জা ফখরুল
  •   স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন মধ্যপ্রাচ্য সমন্বয় কমিটির সভা
  •   আমিরাতে বাংলাদেশি নারী উদ্যোক্তা আঁখির স্বপ্নপূরণের পথে...