Sylhet View 24 PRINT

‘ভাষা আন্দোলনই স্বাধীনতার দ্বার উন্মোচন করেছিলো’

কাতার সিটি জমিয়তের আলোচনা সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০২-২৩ ১৫:৫০:২৯

কাতার :: ৫২'র ভাষা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার দ্বার উন্মোচন হয়েছিল। বাংলা মায়ের দামাল সন্তানরা নিজের জীবন বাজি রেখে শাহাদতের পানীয় পান করে মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকার অর্জন করে দিয়ে গেছেন আমাদের। শুধু একুশের ক্ষনে নয় আজীবন সকল বাঙালির অন্তরে তারা অমর হয়ে থাকবেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কাতার সিটি জমিয়ত আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা এ কথাগুলো বলেন।

রবিবার স্থানীয় সময় রাত ৮টায় (ভ‍্যার্চূয়াল জোমের মাধ্যমে) মহান ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
 
সাংস্কৃতিক আগ্রাসন, অর্থনৈতিক আগ্রাসন, সামরিক আগ্রাসন এই তিনটি পন্থা অবলম্বন করে সাম্রাজ্যবাদীরা যে কোন দেশের উপর আধিপত্য বিস্তার করে নেয় বলে বক্তারা মন্তব্য করেন। ঊনবিংশ শতাব্দীতে দেশ ভাগের পর পাকিস্তানী শাসকরা বাংলাদেশের উপরে বিভিন্ন ভাবে আগ্রাসন চালিয়ে আধিপত্য বিস্তারের অপচেষ্টা চালায়। তাদের আগ্রাসীবাদী আক্রমণের প্রথম ধাপ ছিল সাংস্কৃতিক তথা বাংলা ভাষাবাসীদের মূখের ভাষা কেড়ে নেওয়া। পাক জালিমদের আগ্রাসী এই ভূমিকার মোকাবেলায় বাঙ্গালীরা যে বীরত্বের স্বাক্ষর রেখেছে, ইতিহাসে তাই ভাষা আন্দোলন নামে খ‍্যাত। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারী  "মাতৃভাষা বাংলা চাই" দাবীতে রাজধানী ঢাকার রাজপথ উত্তাল হয়ে উঠে। শুরু হয় গণ বিস্ফোরণ।
তথকালীন পাকিস্তান প্রশাসন বেসামাল হয়ে নির্বিচারে গুলি চালায় নিরস্ত্র ও নিরিহ বাংলাদেশী দের উপর। এতে শাহাদাত বরণ করেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেক প্রতিবাদী ছাত্র জনতা। পরবর্তীকালে এই আন্দোলনই বাংলাদেশের স্বাধীনতার পথ প্রশস্হ করে ছিল।

মানুষের মৌলিক অধিকার গুলোর একটি হল ভাষা। ভাষা আল্লাহর এক বিরাট নেয়ামত। পবিত্র কোরআনে আল্লাহ্ তা'আলা বলেন, "আমি প্রতিটি নবী (আ:) কে স্বগোত্রের ভাষা দিয়ে পাঠিয়েছি"। সূরায়ে ইব্রাহিম। ইসলাম সর্বদা নিজের মাতৃভাষা চর্চায় উদ্ভোদ্ধ করে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কাতার দোহা সিটি শাখার উদ্যোগে গত ২১ শে ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয় এক আন্তর্জাতিক ভ‍্যার্য়চুয়াল আলোচনা সভা।

উক্ত সভায় সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম কাতার সিটি শাখার  সভাপতি মাওলানা আবদুস শহিদ জমিয়তী। সাধারণ সম্পাদক আলহাজ্ব সুলাইমান আজীজ ও মাওলানা মোকাররম হোসাইন এর সঞ্চালনায় কালামে পাক থেকে তেলাওয়াত করেন কাতার কেন্দ্রীয় জমিয়তের উপদেষ্টা, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী, কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও খতীব, মাওলানা হাফেজ মুহাম্মাদুল্লাহ বিন হাফিজ।

প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, সাবেক এমপি, প্রিন্সিপাল মাওলানা শাহীনূর পাশা চৌধুরী।

বিশেষ অতিথি হিসাবে আলোচনা পেশ করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতী নাসির উদ্দিন খাঁন।

আলোচনা পেশ করেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের সংগ্রামী মহাসচিব মাওলানা মুফতী মউসুফ আহমদ।

আলোচনা পেশ করেন ওমান জমিয়তের সংগ্রামী  সভাপতি  মাওলানা রশিদ আহমদ। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নির্বাহী সদস্য সুনামগঞ্জ জিলা জমিয়তের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক জননন্দিত ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী।

বক্তব্য রাখেন কাতার কেন্দ্রীয় জমিয়তের সংগ্রামী সভাপতি মাওলানা আব্দুল মতিন  জালালী, আরব আমিরাত জমিয়তের আহবায়ক মাওলানা জহিরুল ইসলাম দরবস্তি, সৌদি আরব রিয়াদ জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আলীনূর, ইউরোপ জমিয়তের সংগ্রামী প্রচার সম্পাদক হাফেজ মাওলানা মুখলিসুর রহমান চৌধুরী, কাতার সিটি শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুশ শাকুর প্রমুখ ।

অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন জমিয়তে উলামায়ে ইসলাম সৌদি আরবের সাধারণ সম্পাদক মাওলানা হারিস  উদ্দিন, ইউরোপ জমিয়তের ট্রেজারার মওলানা জসিম উদ্দিন, স্পেন জমিয়তের সদস্য সচিব জনাব মওলানা আলিমুদ্দিন, ওমান জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হালিম সাতবাকী, সৌদি আরব জমিয়ত নেতা মাওলানা লুৎফুর রহমান, ইয়াম্বু শাখার অর্থ সম্পাদক হাফেজ নজরুল ইসলাম, সৌদি আরব মক্কা জমিয়ত নেতা মাওলানা তৈয়বুর রহমানসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী জমিয়ত নেতৃবৃন্দ।

এছাড়াও কাতার জমিয়তের উপদেষ্টা, যুব জমিয়ত বাংলাদেশের সাবেক সহ-সভাপতি  মাওলানা শরীফ খালেদ সাইফুল্লাহ, কাতার জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শুয়াইব আহমদ, কাতার জমিয়তের সহ-সভাপতি মাওলানা আমির উদ্দিন, কাতার জমিয়তের সহ-সভাপতি মওলানা নাসির উদ্দিন, কাতার জমিয়তের সহ-সভাপতি মাওলানা মফিজুর রাহমান। কাতার জমিয়তের সহ-সভাপতি, কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম হাফেজ মাওলানা হেমায়েত উল্লাহ, কাতার জমিয়তের অর্থ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ চৌধুরী, কাতার কেন্দ্রীয় জমিয়তের প্রচার সম্পাদক এম এম এ কাবির, কাতার কেন্দ্রীয় জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিটি শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইকবাল হোসাইন, সিটি জমিয়তের প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল হামিদ রফিকী চৌধুরী, সিটি জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল বাসিত জাহেদ, সিটি জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ফুজায়েল আহমদ, সিটি শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা মুফতী আশিকুল ইসলাম, সিটি শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, সিটি শাখার সদস্য মুশাহিদ আলী, সুমাল শাখার সদস্য মনসুর আহমদ, সুমাল শাখার সদস্য আলমগীর হোসাইন, সুমাল শাখার সদস্য রুবেল আহমদ, সিটি জমিয়ত সদস্য খলিলুর রহমান।সুমাল শাখার সদস্য শামসুল হক, সুমাল শাখার সদস্য জিয়াউল হক। সিটি জমিয়তের সদস্য হাফেজ মামুন আলম, সিটি জমিয়তের নির্বাহী সদস্য হাফেজ আল আমিন, মাওলানা আব্দুস শাকুর সাহানিয়া, মাস্টার মোশাহিদ আলী, বাঘের সড়ক প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি কামরুল ইসলাম, সিটি শাখার সদস্য ফখরুল ইসলাম, সিটি শাখার সদস্য আলমগীর হোসাইন, সিটি শাখার সদস্য জামিল আহমদ, সিটি শাখার সদস্য জুবাইর আহমদসহ কাতার জমিয়তের সকল নেতৃবৃন্দ।


সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি / ডালিম-২

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.