আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

কুলাউড়ায় ভোক্তা অধিকার আইনে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১৫ ২১:২৬:৪১

কুলাউড়া প্রতিনিধি :: কুলাউড়ায় অভিযান পরিচালনা করে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার ৫ শত টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৫ অক্টোবর) বিকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমীন এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, মেয়াদ উর্ত্তীণ ঔষধ ও খাদ্য পণ্য বিক্রয়, রান্তার পাশে খোলা অবস্থায় অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য বিক্রয়,  আইন না মেনে বিদেশী পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে পৌর শহরের দক্ষিণবাজারস্থ কুটুমবাড়ী রেষ্টুরেন্টকে ২ হাজার টাকা, মাহদিয়া ডিপাটমেন্টাল ষ্টোরকে ১ হাজার টাকা, রাজমহলকে ১ হাজার ৫ শত টাকা, অভয়া ফার্মেসীকে ২ হাজার টাকাসহ মোট ৬ হাজার ৫ শত  টাকা জরিমানা প্রদান ও তা আদায় করা হয়। অভিযানে সার্বিক সহযোগীতায় কুলাউড়া থানার এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত ছিলো।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমীন জরিমানার বিষয়টি নিশ্চিত করেন।

-সিলেটভিউ২৪ডটকম/১৫অক্টোবর২০১৮ইং/এসএ/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন