আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

মৌলভীবাজারে বর্ণমালা নিয়ে ‘বর্ণমেলা’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০২-২১ ২০:০৩:০০

ওমর ফারুক নাঈম, মৌলভীবাজার :: অ, আ, ক, খ, কিংবা ন, স। সারি সারি বাংলা বর্ণমালা সাজানো। এ এক বর্ণমেলা। চারদিকে বর্ণ আর বর্ণ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এমন ব্যতিক্রমি আয়োজন করেছে মৌলভীবাজার এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুল।

বৃহস্পতিবার একুশে ফেব্রুয়ারী স্কুলের ক্ষুদে শিক্ষার্থী ও শিক্ষকদের সহযোগীতায় এ মেলার প্রদর্শনী করা হয়। শুধু বর্ণ নয় পাশাপশি মেলায় কাগজ দিয়ে হাতের তৈরী বাংলাদেশের জাতীয় পতাকা, জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার শোভা পেয়েছে।

বর্ণমেলায় ক্ষুদে শিক্ষার্থীদের হাতে তৈরী বর্ণগুলো সাজিয়ে রাখা হয়। মেলায় বাংলা বর্ণমালার সবগুলো বর্ণ তৈরী করে শিক্ষার্থীরা। এতে ক্ষুদে শিক্ষার্থীদের সহযোগীতা করেন স্কুলের শিক্ষকবৃন্দ।
বর্ণমেলা দেখে আগত অতিথিবৃন্দ বলেন, এর আগে জেলায় এরকম কোন আয়োজন হয়নি।

দুপুরে স্কুল ক্যাম্পাসে আলোচনা সভা ও বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মুফিদুল ইসলাম এর সভাপতিত্বে ও এডমিন কালচারাল শিক্ষক জুনেদ আহমদ ফাহিম এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম. এমদাদুল হক মিন্টু।

এসময় বক্তব্য রাখেন ইষ্টার্ন ব্যাংকের কাস্টমার সার্ভিস ম্যানেজার মাকসুদ হাসান, মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের ম্যানেজার কামাল হোসাইন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মৌলভীবাজার পৌরসভার সাধারণ সম্পাদক শামসুজ্জামান খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের সহকারি শিক্ষক মো. হানিফ মিয়া। আলোচনা সভা শেষে বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষক-শিক্ষার্থী ও অভিবাবকের হাতে পুরষ্কার তুলে দেন অতিথি বৃন্দ।

সিলেটভিউ২৪ডটকম/২১ ফেব্রুয়ারি ২০১৯/ওফানা/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন