আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

জুড়ীতে ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০২-২৩ ০১:০৯:০৮

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন ট্রাক ও ট্যাংকলরী (চট্ট-২৪০৩) শ্রমিক ইউনিয়ন এর অন্তর্ভুক্ত জুড়ী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জায়ফরনগর ইউনিয়ন জনমিলন কেন্দ্রে ৪৬৪ জন ভোটারের মধ্যে ৪৪৩ জন ভোটার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট কেন্দ্র প্রাঙ্গণ প্রার্থিদের পোস্টার দিয়ে বর্ণিল সাজে সজ্জিত করা হয়। ভোটারদের পাশাপাশি শত শত উৎসুক জনতা ভোট কেন্দ্রে ভীড় করেন।

সন্ধ্যা সাড়ে ৬টায় নির্বাচন কমিশনার ও সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মোঃ আজাদুর রহমান অদুদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার সহ-অধ্যাপক বদরুল হোসেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে বর্তমান সভাপতি সিরাজুল ইসলাম বনমালী চেয়ার প্রতীকে ২৪২ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রার্থী তজমুল আলী তজই ছাতা প্রতীকে ২০১ ভোট পান। কার্যকরী সভাপতি পদে হারুনুর রশীদ বাবু নারিকেল গাছ প্রতীকে ২০৫ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম গনি মিয়া বাসগাড়ী প্রতীকে পেয়েছেন ১৮৬ ভোট। সম্পাদক পদে বর্তমান সম্পাদক কামরুল হাসান মোরগ প্রতীকে ২৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রার্থী ফারুক মিয়া মই প্রতীকে পেয়েছেন ১৭৯ ভোট।

যুগ্ম সম্পাদক পদে লোকমান খান হরিণ প্রতীকে ২৫৯ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম টিপু আহমেদ বাঘ প্রতীকে ১৭২ ভোট পান। সহ-সম্পাদক পদে মইন উদ্দিন মোমবাতি প্রতীকে ১৮৯ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটত দেলোয়ার হোসেন আম প্রতীকে পেয়েছেন ১৫৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মইবুল ইসলাম ঘোড়া প্রতীকে ২৫৯ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম তাজ উদ্দিন হাতি প্রতীকে ১৬২ ভোট পান।

কার্যনির্বাহী সদস্য পদে রয়াব আলী তলোয়ার প্রতীকে ২৩৩ ভোট, আব্দুল কদ্দুছ কুড়াল প্রতীকে ২১০ ভোট ও বদরুল ইসলাম বন্দুক প্রতীকে ১৪২ ভোট পেয়ে বিজয়ী হন। অপর প্রার্থি শামীম আহমদ বালতি প্রতীকে ১২৪ ভোট পেয়েছেন।

এছাড়া সহ-সভাপতি পদে নিজুল আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ পদে প্রদীপ ঠাকুর, সমাজ কল্যাণ সম্পাদক পদে রাজন আহমদ ও দপ্তর সম্পাদক পদে নুরুল ইসলাম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সিলেটভিউ২৪ডটকম/২৩ ফেব্রুয়ারি ২০১৯/এমএএল/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন