আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

‘আইন-শৃঙ্খলার অবনতি ঘটিয়ে কেউ ছাড় পাবে না’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-১৩ ১৮:৩৭:১৮

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল বলেছেন, ‘উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ করতে যা যা করার প্রয়োজন পুলিশ তাই করবে। কোন প্রার্থীর কর্মী বা সমর্থক কোন অপরাধ করলে তার দায় সংশ্লিষ্ট প্রার্থীকেই নিতে হবে। ভোটাররা নির্ভয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে কেন্দ্রে যাবেন, নিরাপত্তা দিবে পুলিশ। ভয়ভীতি দেখিয়ে কোন লাভ হবে না। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। তবে অযথা কাউকে হয়রানি করা হবে না। আচরণবিধি লঙ্ঘন করে, আইন-শৃঙ্খলার অবনতি ঘটিয়ে কেউ ছাড় পাবে না। কোন গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ভোটারদের কষ্ট দিলে শান্তি প্রিয় ভোটাররা ব্যালটে তার জবাব দিবেন।’

তিনি বুধবার বিকেল ৩টায় জুড়ী থানা প্রাঙ্গণে জুড়ী থানা কর্তৃক আয়োজিত উপজেলা নির্বাচন উপলক্ষে প্রার্থী, ভোটার ও উপজেলাবাসীর সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সরদারের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সারওয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আবু ইউসুফ। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ, এমদাদুল ইসলাম চৌধুরী, শ্রীকান্ত দাস, মাছুম রেজা, মাহবুব আলম রওশন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী গুলশান আরা মিলি, কিশোর রায় চৌধুরী মনি, মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুস শহীদ, রিংকু রঞ্জন দান, জুয়েল আহমদ, রনজিতা শর্মা, শিল্পী বেগম। এছাড়া মঞ্জুরে আলম লাল, কাঞ্চন চক্রবর্তী, মহরম আলী মজুমদার বক্তব্য রাখেন।

সিলেটভিউ২৪ডটকম/১৩ মার্চ ২০১৯/এমএ/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন