আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

মৌলভীবাজারে ভাইস চেয়ারম্যান প্রার্থীকে ভয়ভীতি দেখানোর অভিযোগ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-১৩ ১৮:৫৩:৩০

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী মিতা ভূঁইয়া’র (ফুটবল) নির্বাচনী পোস্টার, ব্যানার ছিড়ে ফেলা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেছেন।

বুধবার বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।

মিতা ভূঁইয়া বলেন, নতুন প্রার্থী হিসেবে আমার জনপ্রিয়তা দেখে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা পরিকল্পিতভাবে উপজেলার বিভিন্ন জায়গায় আমার পোস্টার ও ব্যানার ছিড়ে ফেলেছে। স্থানে স্থানে প্রচারণার কাজেও আমার কর্মীদের বাধা দেওয়া হচ্ছে। এবং আমাকে প্রতিদ্বন্ধী প্রার্থীরা ভয়ভীতি দেখাচ্ছে। আমি বিষয়টির প্রতিকার চেয়ে ১১ মার্চ রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক বরাবর আবেদন করি।

সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন- তাহমিনা আক্তার, ইসরাত জাহান ও লিমা আক্তার।

সিলেটভিউ২৪ডটকম/১৩ মার্চ ২০১৯/ওফানা/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন