আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

জুড়ীতে দেবরের কাছে হারলেন ভাবি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-১৯ ০১:৩৬:৩১

নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিয়েছিলেন দেবর এবং ভাবী। সোমবার অনুষ্ঠিত নির্বাচনে বর্তমান চেয়ারম্যান গুলশান আরা মিলিকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন তার দেবর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।

ফারুক জুড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ মুমীত আসুকের ছোট ভাই। তিনি হল্যান্ড আওয়ামী লীগের সভাপতি। অন্যদিকে, মিলি এম এ মুমীত আসুকের স্ত্রী। তিনি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি।

মোঈদ ফারুক আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ হাজার ১টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি  কিশোর রায় চৌধুরী মনি ঘোড়া প্রতীকে পেয়েছেন ২হাজার ৬৬টি ভোট। আর আওয়ামী লীগ মনোনীত গুলশান আরা মিলি প্রার্থী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৫৮৪৬টি ভোট।

এবার উপজেলা পরিষদ নির্বাচনে দেবর ও ভাবি দুজনেই আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে আওয়ামী লীগ মিলিকে নৌকার প্রার্থী করে। দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে প্রার্থী হন এম এ মোঈদ ফারুক।

সিলেটভিউ২৪ডটকম/১৯ মার্চ ২০১৯/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন