Sylhet View 24 PRINT

বড়লেখা উপজেলা নির্বাচনে কে কত ভোট পেলেন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-১৯ ২২:১৩:৪৮

এ.জে লাভলু, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষে হয়েছে। সোমবার (১৮ মার্চ) সকাল আটটা থেকে উপজেলার ৬১ কেন্দ্রে শুরু হয় ভোটগ্রহণ। বিরতিহীনভাবে চলে বিকেলে চারটা পর্যন্ত। তবে বেশিরভাগই কেন্দ্র ছিল ফাঁকা। ভোটারদের উপস্থিতি ছিলো হাতেগোনা।

ভোটগ্রহণ শেষে বিকেলে শুরু হয় গণনা। গণনা শেষে রাত এগারোটায় ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ সুহেল মাহমুদ।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, উপজেলা চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে সোয়েব আহমদ  ৪২৭৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি রফিকুল ইসলাম সুন্দর নৌকা প্রতীকে পেয়েছেন ১৭৪৯৪ ভোট এবং মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৯৫৬২ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে টিয়া পাখি প্রতীকে মুহাম্মদ তাজ উদ্দিন ২৪৯৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি তালা প্রতীকে মো. আব্দুল নূর পেয়েছেন ২৪৮১৬ ভোট। এছাড়া টিউবওয়েল প্রতীকে বিবেকানন্দ দাস নান্টু পেয়েছেন ১৪৪২৬ ভোট এবং চশমা প্রতীকে আজিজুর রহমান পেয়েছেন ৪৪৬০। 

এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীকে রাহেনা বেগম হাসনা ২৩৭৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ফুটবল প্রতীকে মুন্না আক্তার মনি পেয়েছেন ১৪৩১৮ ভোট। এছাড়া তীর-ধনুক প্রতীকে নাজমা বেগম পেয়েছেন ১১০৩১ ভোট, বৈদুতিক পাখা প্রতীকে ফারহানা বেগম পেয়েছেন ৯৮৮৯ ভোট, হাঁস প্রতীকে আমিনা বেগম পেয়েছেন ৪১৯০ ভোট, প্রজাপতি প্রতীকে হাজেরা বেগম পেয়েছেন ২৮৬১ভোট, কলস প্রতীকে রাজিয়া বেগম চৌধুরী পেয়েছেন ২৫৩০ ভোট।

সিলেটভিউ২৪ডটকম/১৯ মার্চ ২০১৯/এজেএল/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.