Sylhet View 24 PRINT

মৌলভীবাজারে ২৪ ঘন্টার ব্যবধানে সড়কে ঝরল ২ ছাত্রের প্রাণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২৪ ২১:২৩:০৩

ওমর ফারুক নাঈম, মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় দুইদিনে ঝরল দুই ছাত্রের প্রাণ। শনিবার (২৩ মার্চ) বিকালে সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াসিম আব্বাসকে ইচ্ছাকৃতভাবে বাসচাপা দিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। এর ২৪ ঘন্টা না পেরোতেই রবিবার (২৪ মার্চ) দুপুরে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ এলাকার মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্র সুমন মিয়া সিএনজি অটোরিকসার চাপায় নিহত হয়েছেন।

এই দুই দুর্ঘটনায় মৌলভীবাজার জেলা জুড়ে শোকের মাতম ও ক্ষোভ বিরাজ করছে। শিক্ষার্থীরাও আন্দোলনের প্রস্তুতিও নিচ্ছে। সোমবার সকালে কলেজ রোডে অবস্থান কর্মসূচিরও ডাক দিয়েছে একটি সংগঠন।

জানা যায়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঘোরী মো. ওয়াসিম আব্বাসকে ইচ্ছাকৃতভাবে বাসচাপা দিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। নিহত ঘোরি মো. ওয়াসিম আফনান সিকৃবির বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুদ্রগাওয়ের ঘোরী মো. আবু জাহেদ মাহবুব ও ডা. নীনা পারভিনের ছেলে।

আজ রবিবার দুপুরে মৌলভীবাজারের সড়কে ঝরেছে আরেক ছাত্রের প্রাণ। মৌলভীবাজারের কমলগঞ্জে সিএনজি অটোরিকশার চাপায় সুমন মিয়া (২৪) নামের এক কলেজ ছাত্র নিহত হন। সুমন মিয়া কমলগঞ্জ উপজেলার ভানুগাছ এলাকার রিক্সা মেকানিক বাবুল মিয়ার পুত্র এবং সে মৌলভীবাজার সরকারি কলেজের স্নাতক শেষ বর্ষের ছাত্র।
 
পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার উপজেলা কমপ্লেক্সের সামনের রাস্তায় দ্রæতগামী সিএনজি অটোরিকশা সুমন মিয়াকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।

কমলগনঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চালক পলাতক তবে অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

এদিকে মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে সড়ক দূর্ঘটনায় মৌলভীবাজারে দুই শিক্ষার্থী নিহত হওয়ার খবরে চারদিকে ক্ষোভ বিরাজ করছে। সড়কপথে যানবাহনের দৌরাত্ম ঠেকাতে প্রশাসনকে কঠোর হওয়ার আহবান জানিয়েছেন সচেতন নাগরিকরা।

সিলেটভিউ২৪ডটকম/২৪ মার্চ ২০১৯/ওফানা/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.