Sylhet View 24 PRINT

বড়লেখায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২৫ ২২:০৮:০২

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুন্ডসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

রবিবার বিকেলে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাধবকুন্ড ট্যুরিস্ট  পুলিশের সহযোগিতায় ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে মাধবকুন্ড বাজারের দারুচিনি রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা, ঢাকা রাজধানী রেস্টুরেন্টকে ২ হাজার ৫ শত টাকা, খাদ্যপ্রাণ ডিপার্টমেন্টাল স্টোরকে ১ হাজার ৫ শত টাকা, গ্রামীণ রেস্টুরেন্টকে ১ হাজার  টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা আরোপের পর আদায় করে।

উল্লেখ্য, তারেক আহমদ নামক ক্রেতার তাৎক্ষণিক লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে দারুচিনি রেস্টুরেন্ট ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং আইন অনুযায়ী অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ ৭৫০ টাকা দেওয়া হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/২৫ মার্চ ২০১৯/এজেএল/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.