আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

বড়লেখায় আ'লীগ নেতার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৩ ২২:৫৯:২৬

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুন নূরকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আইডি থেকে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় মো. আব্দুন নূর গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) বড়লেখা থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর-৫৩৮) করেছেন।

সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত ২৮ মার্চ বৃহস্পতিবার আব্দুর নূর ফেসবুকে ঢুকে দেখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদের ছবি ব্যবহার করে Michalkonrad Opilski নামের একটি ফেক আইডি থেকে তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। এ নিয়ে তিনি আতঙ্কিত। বিষয়টি বিব্রতকর বলেও তিনি জিডিতে উল্লেখ করেছেন।

এ ব্যাপারে বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) মিন্টু চৌধুরী বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সিলেটভিউ২৪ডটকম/ ১৩ এপ্রিল ২০১৯/এজেএল/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন