আজ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ইং

শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী চড়ক পূজা অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৪ ২২:২৭:৩২

শ্রীমঙ্গল সংবাদদাতা :: বাংলা সংস্কৃতির ঐতিহ্যকে ধারণ ও বহন করতে প্রতি বছরের মতো এবারো উৎসবমুখর পরিবেশে শ্রীমঙ্গলের দক্ষিন উত্তরসুরে ঐতিহ্যবাহী চড়কপূজা অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল সদর ইউনিয়নের দক্ষিন উত্তরসুর গ্রামে এ চড়কপূজা আয়োজন করে সনাতন ধর্মাবলম্বীরা।

রবিবার (১৪ এপ্রিল)  বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত হয় এ প‚জা। ব্যাপক সংখ্যক লোক সমাগমের মধ্যে প্রথমে শিব গৌরি, পরে দুর্গার প্রতিমা, কালী মূর্তির নৃত্য, শিশু ও কিশোরদের শলা টোকানো ও সর্বশেষ বর্শি গেঁথে গাছে ঝুলিয়ে প্রদর্শন করা হয়।

আয়োজক স‚ত্রে জানা যায়, উক্ত চড়ক প‚জা দেখার জন্য উপজেলার রামনগর, টিকরিয়া, আশিদ্রোণ, শাহজিবাজার, উত্তর উত্তসুরসহ দূর-দূরান্ত থেকে ব্যাপক সংখ্যক লোকের সমাগম ঘটে বলে।

প্রতি বছর চড়ক প‚জা দেখতে আসা ব্র্যাকের শাখা হিসাব কর্মকর্তা পিনাক দাস জানান, প্রতিবারই চড়ক দেখার জন্য এখানে আসা হয়। চড়ক প‚জায় বিভিন্ন ধরনের মানুষ আসে। যা দেখে অনেক ভাল লাগে। সব ধর্মের মানুষের সমাগম ঘটে। তাছাড়া চড়ক পূজা সকলে মিলে বছরের প্রথম দিনটা উপভোগ করার একটা উপলক্ষ বলা যেতে পারে। যার ফলে দিনটা ভাল কাটে।

এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির সেতুবন্ধন হয় এমনটিই মনে করেন এই ব্র্যাক কর্মকর্তা।

সিলেটভিউ২৪ডটকম/১ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ/জেএ/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন