আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

মৌলভীবাজারে ৩ প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৮ ১৩:৩৫:২৬

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের শমসেরনগর রোডের ৩টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৬ হাজার ৫ শত টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার সকালে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।

ডিএনসিআরপির মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন সদর মডেল থানার পুলিশ।

অভিযানকালে শমসেরনগর রোডে অবস্থিত আনন্দ বেকারীকে ৩ হাজার টাকা, বিসমিল্লাহ ভেরাইটিজ স্টোরকে ৩ হাজার টাকা, ইউনিক হাসপাতালের পাশে অবস্থিত সেলিম এন্টারপ্রাইজকে ৫ শত টাকাসহ মোট ৬ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন উক্ত অভিযানে মেয়াদ উর্ত্তীণ খাদ্য পণ্য বিক্রয় করা, মূল্য তালিকা না রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/১৮ এপ্রিল ২০১৯/ওফানা/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন