আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

মৌলভীবাজারে বেসরকারী শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৮ ১৮:৩৭:৪৩

মৌলভীবাজার প্রতিনিধি :: বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের অতিরিক্ত ৪ শতাংশ কর্তনের সিদ্ধান্তের বিরুদ্ধে মৌলভীবাজারে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব মোড়ে বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরাম মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে বিক্ষোভ কর্মসূচি হয়।

এসময় মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, মৌলভীবাজার হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগম, ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ শওকতুজ্জামান, মো: শাব্বীর আহমদ, দীপক দত্ত, প্রভাষত জাহেদুল ইসলাম, আনোয়ার হোসেন, মোস্তাকিম আলী, সাইফুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘কোন সুবিধা ছাড়াই অতিরিক্ত ৪ শতাংশ টাকা বেতন থেকে কেটে নেওয়ার প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল করতে হবে। তা না হলে আমরা কঠোর আন্দোলনের ডাক দেব। কেউ চায় না সমাজ গড়ার কারিগর শিক্ষকরা রাজপথে নামুক। তাই আশা করি সরকার আমাদের দাবে মেনে নিয়ে এই প্রজ্ঞাপন বাতিল করবে।’

সিলেটভিউ২৪ডটকম/১৮ এপ্রিল ২০১৯/ওফানা/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন