আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখায় আদিবাসী ফুটবল টুর্নামেন্ট জিতলো স্টুডেন্ট একাদশ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৮ ২১:৪৫:৫২

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখায় আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ খেলা দেখতে আসেন আদিবাসী সম্প্রদায়ের সব বয়সী নারী-পুরুষ ও শিশুরা। এ সময় তাঁরা ঢোল-মাদল বাজিয়ে নেচে-গেয়ে খেলা উপভোগ করেন।


বুধবার বিকেলে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী কুশারশাইল যুব সংঘ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়েছে।

কুশারশাইল পান পুঞ্জি সমিতি (আমরা একত্রে বাঁচতে চাই) এ টুর্নামেন্টের আয়োজন করে। খেলায় স্টুডেন্ট একাদশ শাহবাজপুর ১-০ গোলে বিএসসি পাল্লাতল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমারশাইল পান পুঞ্জির হেডম্যান (মন্ত্রী) জেনি রাম্বাই।

আহমদ জয়ের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি সদস্য মখলিছুর রহমান বটুল, সাংবাদিক তপন কুমার দাস, সুলতান মাহমুদ, ছাত্রলীগের আহবায়ক এম আর জাকের প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/১৮ এপ্রিল ২০১৯/এজেএল/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন