আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

বড়লেখায় চা শ্রমিকদের কর্মবিরতি, হামলায় আহত ২

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-২৩ ২৩:৩৩:১৭

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখায় রাষ্ট্রীয় মালিকানাধীন নিউ সমনবাগ চা বাগানের ৭ শতাধিক শ্রমিক ফ্যাক্টরী সহকারী ম্যানেজারের বদলির দাবীতে মঙ্গলবার কর্মবিরতি পালন করেছে। সমঝোতায় বিষয়টি নিষ্পত্তি করায় উত্তেজিত কতিপয় শ্রমিক নিরীহ চা শ্রমিক কাজল চাষা ও বেনু চাষা নামে দুই শ্রমিককে পিটিয়ে আহত করেছে।

এদের একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে রেফার করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা।

প্রত্যক্ষদর্শী চা শ্রমিকদের সূত্রে জানা গেছে, নিউ সমনবাগ চা বাগানের কারখানা সহ-ব্যবস্থাপক রাজ নারায়ন পালের বিরুদ্ধে শ্রমিকরা কর্তব্যে অবহেলার অভিযোগ তুলে তাকে কারখানা থেকে টিলায় বদলির দাবীতে গত এক সপ্তাহ ধরে প্রতিবাদ সমাবেশ করছিল। কর্তৃপক্ষ শ্রমিকদের দাবী বাস্তবায়ন না করায় মঙ্গলবার সকাল থেকে তারা কর্মবিরতি শুরু করে। এতে বাগানের কাঁচা পাতা উত্তোলন ও কারখানায় চা উৎপাদন বন্ধ হয়ে পড়ে।

দুপুর ১টায় চা বাগান ব্যবস্থাক মোহাম্মদ আলী খান শ্রমিক নেতাদের নিয়ে সমঝোতায় বিষয়টির নিষ্পত্তি করেন। শ্রমিকরা সন্তুষ্ট হয়ে যখন ঘরে ফিরছিল ঠিক তখনই শংকর রিকমুন ও সুদর্শন রিকমুন নামে দুই শ্রমিক সমঝোতাকারী শ্রমিকদের ওপর হামলা চালায়। এতে চা শ্রমিক কাজল চাষা ও বেনু চাষা গুরুতর আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজনের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

নিউ সমনবাগ চা বাগান ব্যবস্থাপক মোহাম্মদ আলী খান জানান, সমঝোতায় বিষয়টি নিষ্পত্তি হওয়ায় শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করে। এরপরই দুই গ্রুপ শ্রমিকের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এতে দুইজন আহত হয়। তাদের চিকিৎসা চলছে। এ বিষয়টিও সমাধান হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/২৩ এপ্রিল ২০১৯/এজেএল/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন