আজ মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ইং

কমলগঞ্জে নটমন্ডপ উদ্বোধন করলেন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-২৬ ২১:০৮:৪৯

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী থিয়েটারের নটমন্ডপ উদ্বোধন করেছেন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ।

শুক্রবার (২৬ এপ্রিল) বিকাল ৫টায় উপজেলার ঘোড়ামারা গ্রামে মণিপুরি এলাকায় ভারতীয় হাইকমিশনের আর্থিক সহায়তায় নির্মাণাধীন আধুনিক মণিপুরী থিয়েটার স্টুডিও নটমন্ডপ এর উদ্বোধন এবং মণিপুরীদের বর্ষবরণ বিষু উৎসব অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাশ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এমপি, মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, উপজেলা চেয়ারম্যান রফিকুর রহমান, সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারি হাইকমিশনার এল কৃষ্ণমূর্তি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের প্রভাষক তামান্না রহমান।

মৌলভীবাজার উপজেলা চেয়ারম্যান কামাল হোসেনসহ কলকাতা বিশ্ববিদ্যালয়ের দুইজন অধ্যাপকসহ শিক্ষার্থীদের একটি দলও এসময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় ভারতীয় হাই কমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলী দাশ বলেন, বাংলাদেশের সাথে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের আরো উন্নয়ন হচ্ছে। ভারতের সাথে সুবিধাবঞ্চিত বাংলাদেশের সীমান্তবর্তী কয়েকটি স্থানে সীমান্ত হাট বসবে। মণিপুরী এ থিয়েটার এলাকার সংস্কৃতিচর্চায় অগ্রণী ভূমিকা পালন করবে। আলোচনা শেষে নৃত্য ও নাটক পরিবেশিত হয়।

সিলেটভিউ২৪ডটকম/২৬ এপ্রিল ২০১৯/জেএ/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন