আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ট্রাক-ড্রেজার মেশিন জব্দ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-০৯ ২০:৫০:৩০

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদরের ভানুগাছ বাজারে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুভর্তি গাড়ীসহ ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। এছাড়াও ১টি গরুর মাংসের দোকানী ও দুই পোল্ট্রি দোকানীকে জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (০৯ মে) বেলা দুইটায় নির্বাহী হাকিম ও কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) এ আদালত পরিচালনা করেন।

জানা যায়, নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) সুমী আক্তার এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চলাকালে ভানুগাছ বাজারের খসাই খানার মাংস দোকানী ওজনে কম দেয়ার দায়ে নগদ ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পার্শ্ববর্তী দুইটি পোল্ট্রি ফার্মের দোকানে মূল্য তালিকা না রাখার দায়ে নগদ ১ হাজার টাকাসহ তিন প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে ধলই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুভর্তি গাড়ীসহ ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

নির্বাহী হাকিম কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) সুমী আক্তার জানান, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিন দোকানীর জরিমানা ও বালুর গাড়ী জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, এটি রমজান মাসের চলমান একটি কার্যক্রম। পুরো রমজান মাসে অব্যাহত থাকবে।

সিলেটভিউ২৪ডটকম/৯ মে ২০১৯/জেএ/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন