আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখায় ট্রাফিক পুলিশের পাশে দাঁড়ালো ১৪ রোভার স্কাউট

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-১৩ ২১:৪৫:০৩

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরের যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশে দাঁড়ালো বড়লেখা সরকারি কলেজের ১৪ রোভার স্কাউটস। সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে তারা শহরে কার্যক্রম শুরু করেছে।

জানা গেছে, বড়লেখা পৌরশহরে পবিত্র রমজান উপলক্ষে মারাত্মক যানজটের সৃষ্টি হয়। নির্ধারিত ট্রাফিক পুলিশ দিয়ে তীব্র এ যানজট নিরসন সম্ভব হচ্ছিল না। থানার ওসি মো. ইয়াছিনুল হকের আহবানে বড়লেখা সরকারি কলেজের রোভার স্কাউট গ্রুপ সাড়া দিয়ে তাদের ১৪ সদস্য শহরের যানজট নিরসনে নেমে পড়েছে।

এ গ্রুপের টিম লিডার (এস.আর.এম) মো. তৌহিদুল ইসলাম আবির জানান, সাধারণত বিকেল বেলা শহরে বেশি যানজট হয়। এজন্য বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত থানার ট্রাফিক পুলিশ ও সাধারণ পুলিশের সাথে আমরা ১৪ স্কাউটস রাস্তায় দাঁড়িয়ে যানজট নিরসনে কাজ করবে। গত বছরও আমরা শহরের যানজট নিরসনে কাজ করেছি।

থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, স্বেচ্ছায় রোভার স্কাউটের ১৪ সদস্য পুলিশের সাথে যোগ দিয়েছে। এটি জেলার মধ্যে ব্যতিক্রম একটি ঘটনা। থানার সেকেন্ড অফিসার এসআই প্রভাকর রায়ের দিক নির্দেশনায় ট্রাফিক জ্যাম সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত তারা মাঠে থাকবে। 

সিলেটভিউ২৪ডটকম/১৩ মে ২০১৯/এজেএল/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন