Sylhet View 24 PRINT

মৌলভীবাজারে বাগান রক্ষা ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-১৬ ১৬:১৭:৪১

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের বর্ষিজোড়া ইকোপার্কের বন্য শুকরের ব্যাপক তান্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আনারস, কাঁঠাল, কলা, লেবু ও আমন ধান। এমন আকস্মিক ফসলহানিতে ক্ষতিগ্রস্থ হয়েছেন জগন্নাথপুর, গোয়ালাবাড়ী ও সোনাপুর গ্রামের শতাধিক কৃষক।

আজ বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাব মোড়ে বাগান রক্ষা ও প্রয়োজনীয় ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্থ বাগান মালিকরা।

স্থানীয় মেম্বার ওয়াছির মিয়ার সভাপতিত্বে ও এনামুল হক এনামের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন- বাগান মালিক জয়নাল আবেদীন কাজল, হালিম মিয়া, রহিম মিয়া, সালাত মিয়া, পাবলু মিয়া, শাহ হেলাল সাহেল, মনজুর মিয়া প্রমুখ।
 
সভায় বক্তারা বলেন, ‘জগন্নাথপুর গ্রামের কয়েকশত বাগানে বর্ষিজোড়া ইকোপার্কের বন্য শুকরের ব্যাপক তান্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে। প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোন উপকার হয়নি। বাগানের মালিকরা ফসল হারিয়ে হতাশ ও বড় ধরনের ক্ষতির সম্মুখিন হয়েছেন। এলাকার কৃষকরা অর্থ আর শ্রম বিনিয়োগ করেও ফসল তুলতে না পেরে চূড়ান্তভাবে হতাশ হচ্ছেন।’

সিলেটভিউ২৪ডটকম/১৬ মে ২০১৯/ওফানা/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.