আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

কমলগঞ্জে ইপিআই ই-ট্র্যাকার প্রশিক্ষণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-১৬ ২০:১৭:২৪

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ইপিআই ই-ট্র্যাকার প্রশিক্ষণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) ২৮ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহনে প্রশিক্ষণ কর্মশালার ১ম ব্যাচের সমাপ্ত হয়। ১৪ মে থেকে ১৬ মে পর্যন্ত আয়োজিত কর্মশালার ১ম ব্যাচে ২৮ জন অংশ নেন।

উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. এবিএম সাজেদুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের আইইসি এন্ড বিসিসি, ইপিআই এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. রেজাউর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই অ্যান্ড সারভেইল্যান্স এর কোল্ড চেইন ইঞ্জিনিয়ার মো. মেসবাহুল হক, ইউনিসেফ বাংলাদেশ এর হেলথ অফিসার ডা. জাহিদ হাসান।

মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারি, সহকারি স্বাস্থ্য পরিদর্শক, মেডিক্যাল টেকনোলজিস্ট (ইপিআই) ও পরিসংখ্যানবিদসহ ২য় ব্যাচে ২৭ জন প্রক্ষিণার্থী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অংশ নিবেন।

সিলেটভিউ২৪ডটকম/১৬ মে ২০১৯/জেএ/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন