আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

কমলগঞ্জে বন্ধনের উদ্যোগে দুই টাকার ইফতার বিক্রি শুরু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-২১ ১১:৩৬:৩৪

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে সেবামূলক সংগঠন বন্ধন’র উদ্যোগে সমাজের সুবিধা বঞ্চিত দরিদ্র মানুষের মধ্যে দুই টাকায় ইফতার বিক্রয় শুরু করছেন। সোমবার (২০ মে) বিকাল ৪টায় উপজেলা সদরের ভানুগাছ বাজারের ১০নং পয়েন্টে এর সাবরেজিস্টার কার্যালয়ের সামনে দুই টাকায় ইফতার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পৌরসভার কাউন্সিলর গোলাম মুগ্নি মোহিত, রফিকুল ইসলাম রোহেল, সাবেক কাউন্সিলর আশরাফুল হক বদরুল, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহ সভাপতি মামুনুর রশিদ, সম্পাদক এ্যাড. মো. সানোয়ার হোসেন, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী তৈমুর, সাংবাদিক এম এ ওয়াহিদ রুলু, শাহিন আহমদ, মো. মোস্তাফিজুর রহমানসহ বন্ধন এর নেতৃবৃন্দ।

আয়োজকরা বলেন- সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে কিছুটা হলেও হাসি ফোটানোই হচ্ছে তাদের এই ক্ষুদ্র প্রয়াস। দুই টাকার ইফতারিতে প্রায় দশটি সামগ্রী রয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/২১ মে ২০১৯/জেএ/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন