Sylhet View 24 PRINT

কমলগঞ্জে চার ব্যবসা প্রতিষ্টানকে জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-২১ ২০:৩৯:১১

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারসহ বিভিন্নস্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ মে) দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন কমলগঞ্জ থানার পুলিশ ফোর্স। অভিযানকালে ভানুগাছ ভেতর বাজারে অবস্থিত মনাফ মিয়ার মাংসের দোকানকে ১ হাজার টাকা সেলিম মিয়ার সবজির দোকানকে ৫ শত টাকা, পাল পোল্ট্রি হাউজকে ১ হাজার টাকা, ফারুক মিয়ার মাছের দোকানকে ১ হাজার টাকাসহ, ৩ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অতিরিক্ত দাম রাখা, গরুর মাংসের দাম বেশি রাখা, ওজনে কম দেওয়া, ম‚ল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।৩ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/২১ মে ২০১৯/জেএ/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.