আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

শ্রীমঙ্গলে ‘সুজন’র কমিটি গঠন নিয়ে প্রস্তুতি সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-২৩ ১৮:২৬:০১

শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর উপজেলা ও পৌর কমিটির গঠনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডস্থ একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পেইভ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সমশের খাঁন, শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা দাস, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান, পেইভ এ্যাম্বাসেডর ও বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের সভাপতি মাহবুব রেজা, পেইভ এ্যাম্বাসেডর ও পৌর আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক জহির আহম্মদ শামীম, সরকারী সহকারী কৌশলী নোটারি পাবলিক এডভোকেট আলাউদ্দন আহমদ, দি বাডস্ রেসিডিন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের সরকারী শিক্ষক নাজনীন বেগম কামালী, ম্যাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এ হামিদ, সামাজিক আবু তায়ীব আহমদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তারেক ইকবাল চৌধুরী, বিজয়ী থিয়েটারের সভাপতি দেলোয়ার হোসেন, পেইভ সদস্য আনহারুল ইসলাম, শহীদুল ইসলাম শহীদ, দিলীপ কুমার কৈরী, ছায়ফুর রহমান প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন সাতাগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান, দৈনিক প্রথম আলোর শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদার, ইনকিলাব প্রতিনিধি আনোয়ার হোসেন জসিম, যুগান্তর প্রতিনিধি সৈয়দ সালাউদ্দিন, আমার সংবাদ প্রতিনিধি সোলেমান আহমেদ মানিক, দৈনিক খবরপত্র প্রতিনিধি এহসান বিন মুহাহির, আনন্দ টিভি প্রতিনিধি তোফায়েল আহমদ পাম্পু, সাপ্তাহিক চায়ের দেশ এর বার্তা সম্পাদক সনেট দেব চৌধুরী, পেইভ সদস্য দিপা রানী নাথ, কৃষ্ণ মালাকার, গোলাম কিবরিয়া, পিয়ালী মেং পেপসীনা, মছির আহমদ, আতিকুর রহমান, সফিকুর রহমান, সুইরী রহমান প্রমুখ।

সভায় সিদ্ধান্ত হয়, পরবর্তীতে কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হবে।

সিলেটভিউ২৪ডটকম/২৩ মে ২০১৯/আইএ/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন