আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

মৌলভীবাজারে একদিন আগে শতাধিক পরিবারের ঈদ উদযাপন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-০৪ ১৭:০৭:১৯

নিজস্ব প্রতিবেদক :: সৌদিআরবের সাথে মিল রেখে রোজা রাখেন তারা। আবার ঈদও করেন সৌদিআরবের সাথে। সৌদির সাথে মিল রেখে একদিন আগে এরকম ঈদ উদযাপন হয় দেশের বিভিন্ন স্থানে। মৌলভীবাজারের শতাধিক পরিবারও এবছর একদিন আগে ঈদ উদযাপন করেছেন।

মঙ্গলবার সকালে তারা ঈদুল ফিতরের নামাজ পড়ে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাতও করেন।

জানা যায়, গত ১১ বছর ধরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামায আদায় করছেন মৌলভীবাজারের শতাধিক পরিবারের লোকজন। এবারও এর ব্যতিক্রম হয়নি।

মঙ্গলবার সকাল সোয়া ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামক বাসার ছাদে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

নামাজে শুধু মৌলভীবাজার নয়, ঢাকা, মুন্সীগঞ্জ, গোপালগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন এলাকা থেকে মুসল্লীরা এসে অংশ নেন। নামাজে ইমামতি করেন আব্দুল মাওফিক চৌধুরী।

সিলেটভিউ২৪ডটকম/ ০৪ জুন ২০১৯/ শাদিআচৌ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন