Sylhet View 24 PRINT

স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করল বিলেরপার গ্রামের যুবকরা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-০৮ ১৩:১১:৩৮

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দক্ষিণ বিলেরপার গ্রামের সরকারীভাবে নাম দেওয়া আদর্শ গ্রাম (গুচ্ছগ্রাম) এর যাওয়ার একমাত্র ১ কিলোমিটার কাঁচা রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার করলেন এ গ্রামের যুবকরা। একটু বৃষ্টি দিলেই পানি জমেই কাদাঁর সৃষ্টি হয়। এতে এলাকার শতশত মানুষের অসুবিধা দেখে দক্ষিণ বিলেরপার জামে মসজিদ কমিটির উদ্যোগে এলাকার যুবকরা স্বেচ্ছায় এ রাস্তা সংস্কার করেন।

এ রাস্তাটি হলো নছিরগঞ্জ টু শমশেরনগর রাস্তার মধ্যবর্তি দেওছড়ার বালিঘাট এলাকা থেকে চাতলাপুর পর্যন্ত। রাস্তার করুণ অবস্থার কারণে এ গ্রামের শত শত মানুষের যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হয়। মানুষের দুর্ভোগ লাঘবে দক্ষিণ বিলেরপার (গুচ্ছগ্রাম) জামে মসজিদ কমিটিরসহ এলাকার যুবক রাস্তা সংস্কার কাজে অংশ নেন।

বিলেরপার গ্রামের বাসিন্দা দৈনিক ভোরের ডাক পত্রিকার কমলগঞ্জের সাংবাদিক দক্ষিণ বিলেরপার (গুচ্ছগ্রাম) জামে মসজিদের সভাপতি মো. জয়নাল আবেদীন, সম্পাদক আব্দুল কুদ্দুছ, মাসুক মিয়া, আব্দুল আলী ডুকল, রহমত মিয়া, মোশাইদ আলী, রুশন আলী, মোজাইদ আলী, মিনার আহমদ, আব্দুল মছব্বির, আব্দুল বাছিত, ফরিদ মিয়াসহ অংশগ্রহনকারী এলাকার লোকজন জানান ২৭ বছরেও এ রাস্তায় ৩ থেকে ৪ বার মেরামত ও সংস্কারের কাজ হলেও এ ৩ বছরে সরকারি বরাদ্ধে কোন কাজ হয়নি।

উক্ত রাস্তা সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিদের মৌখিকভাবে জানানোর পরও এ বিষয়ে তারা কোন উদ্যোগ গ্রহণ করেননি। অথচ সরকারে টিআর, কাবিখা, কর্মসৃজনসহ বিভিন্ন প্রকল্প বরাদ্দ করা হলেও তা গ্রামীণ রাস্তা সংস্কারের ক্ষেত্রে কোন উপকারে আসছেনা। প্রকল্প আছে কাগজে কলমে বাস্তবে নেই। কথায় বলে কাজীর গরু খাতায় আছে গোয়ালে নেই। তাই গ্রামের যুবক ও সাধারণ মানুষ প্রতিবছর স্বেচ্ছাশ্রমে এ রাস্তাটি মেরামত করে আসছে।

তবে ৯নং ওয়ার্ড সদস্য গোলজার আহমদ জানান, আগামীতে সরকারী কোন বরাদ্দ আসলে এ রাস্তায় কাজ করানো হবে।

সিলেটভিউ২৪ডটকম/০৮ জুন ২০১৯/জেএ/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.