আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

মৌলভীবাজারে হাসপাতালসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-১০ ১৯:২১:২৫

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের ৫ ফার্মেসীকে ৫৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার ওই প্রতিষ্ঠানগুলেরা বিরুদ্ধে লিখিত অভিযোগ নিষ্পত্তি করে জরিমানা আদায় করা হয়।

জানা যায়, ৫ জনের লিখিত অভিযোগে লিটন এন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা, পাল ট্রেডার্সকে ৪ হাজার টাকা, শাফী ইন ফার্মেসীকে ৬ হাজার টাকা, শ্রীমঙ্গল ফার্মেসীকে ৪ হাজার টাকা এবং কেয়ার হাসপাতালকে ৪০ হাজার টাকাসহ আটান্ন হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অতিরিক্ত দাম নেওয়া, প্রতিশ্রুত সেবা যথাযথ ভাবে না দেওয়া, অবহেলার দ্বারা সেবা গ্রহীতার অর্থহানী ঘটানো অভিযোগ ছিল।

অভিযোগকারী জুনেদ মিয়া, রাব্বি আহমদ, মোহন মিয়া, মীর রোমানা আক্তার সিপা, গীতা রাণী কানুকে জরিমানা টাকার ২৫% হারে প্রদান করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ে বসে উক্ত অভিযোগগুলো নিষ্পত্তি করা হয়। বিষয়টি সহকারী পরিচালক মোঃ আল-আমিন নিশ্চিত করেছেন।

সিলেটভিউ২৪ডটকম/১০ জুন ২০১৯/ওফানা/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন