আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

শ্রীমঙ্গলে দুই ব্যবসায়ীকে অর্ধলক্ষ টাকা জরিমানা, বালু জব্দ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-১২ ২০:৩৯:৫১

শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুটি স্পট থেকে ৮ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর দুইটা থেকে বিকেল ৬টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.শাহিদুল আলম এ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে উপজেলার মির্জাপুর ইউনিয়নের উত্তর বৌলাছড়ায় ৬ হাজার ঘনফুট ও বৌলাছড়া ভাঙা ব্রীজের পাশে উত্তোলনকৃত ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ  করেন। পরে এসব বালু স্থানীয় ইউপি সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ মিয়ার জিম্মায় রাখা হয়। অভিযানে ভুমি অফিসের সার্ভেয়ার, তহসীলদার ও পুলিশ সদস্যরা অংশ নেন।

শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.শাহিদুল আলম মুঠোফোনে বলেন, ‘অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলবে। এদের কাউকেই ছাড় দেয়া হবে না।’

সিলেটভিউ২৪ডটকম/১২ জুন ২০১৯/ইআ/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন