আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

একুশে টেলিভিশনের সেরা প্রতিনিধি হলেন শ্রীমঙ্গলের বিকুল চক্রবর্তী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-২৩ ১৬:৪৬:২৩

সিলেট :: একুশে টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তী ২০১৮ সালে একুশে টেলিভিশনের সারা দেশের মধ্যে সেরা প্রতিনিধির পদক পেয়েছেন। ঢাকার কারওয়ান বাজারস্থ একুশে টেলিভিশন কার্যালয়ের মিলনায়তনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এম.পি প্রধান অতিথি হিসেবে বিকুলের হাতে পদক তুলে দেন।

শনিবার সকালে একুশে টেলিভিশনের এমডি মেজর জেনোরেল (অব.) মোহাম্মদ আলী শিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম খালিদ এম.পি। এ সময় বক্তব্য দেন একুশে টেলিভিশনের হেড অফ নিউজ মোহসীন আব্বাস, সিনিয়র সাংবাদিক আবেদ খান, একুশে টিভির চিফ নিউজ এডিটর রঞ্জন সেন, জয়েন্ট নিউজ এডিটর বুলবুল চৌধুরী ও ন্যাশনাল ডেস্ক ইনচার্জ মুসফিকা নাজনীন।

এদিকে সাংবাদিক বিকুল চক্রবর্তী সেরা প্রতিনিধি হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব।

উল্লেখ্য বিকুল চক্রবর্তী দীঘ ২৫ বছর ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন। তিনি বর্তমানে ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) মৌলভীবাজার এবং শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/২৩ জুন ২০১৯/প্রেবি/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন