আজ মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ইং

শ্রীমঙ্গলে বিদ্যুতের তারে পুড়লো বিরল বানরের দুই হাত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-২৩ ২১:৪১:১৮

শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুতের তারে ঝলসে গেছে বিরল লজ্জাবতী একটি বানরের হাত। বর্তমানে বানরটিকে স্থানীয় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রবিবার (২৩ জুন) সকালে শ্রীমঙ্গল শহরের ভানুগাছ সড়ক থেকে বিদ্যুতের তার লেগে লজ্জাবতী বানরটির দুই হাত ঝলসে  আহত হয়।  এ অবস্থায় উদ্ধার করে স্থানীয় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন নিয়ে আসা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, বৈদ্যুতিক তারে লেগে তার বাম হাতের একটু অংশ ঝলসে গেছে। ঠিকমতো হাঁটতে পারছে না।

তিনি বলেন, লজ্জাবতী বানর বিশ্বব্যাপী বিপন্ন প্রজাতির প্রাণী। ম‚লত খাদ্যসংকটের কারণে লজ্জাবতী বানরসহ নানা বন্যপ্রাণী লোকালয়ে চলে আসছে। লাউয়াছড়া জাতীয় উদ্যানে বনের ভিতর ফলজ গাছ এখন অনেক কমে গেছে। গাছ কেটে উজাড় হওয়ায় ম‚লত খাদ্য সংকটের কারণে লজ্জাবতী বানরসহ নানা বন্যপ্রাণী যানবাহন, বিদ্যুতের লাইনসহ মানুষের আক্রমণের শিকার হচ্ছে প্রাণীগুলো।

সম্প্রতি লজ্জাবতী বানর ছাড়াও অজগর, শঙ্খিনী সাপ প্রভৃতি বন্যপ্রাণী বেশি উদ্ধার করেছেন বলে জানান সজল দেব।

সিলেটভিউ২৪ডটকম/২৩ জুন ২০১৯/আইএ/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন