আজ মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ইং

আলো স্বল্পতা, মানুষের ভিড়ে কুলাউড়ায় উদ্ধারকাজ ব্যহত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-২৪ ০১:৪৮:৫৬

নিজস্ব প্রতিবেদক ও কুলাউড়া প্রতিনিধি :: কুলাউড়ার বরমচাল এলাকায় বগি লাইনচ্যূত হয়ে মারাত্মক দুর্ঘটনায় পড়েছে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্ত:নগর উপবন এক্সপ্রেস। এতে ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ২৫০ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

রবিবার রাত পৌণে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘঠে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

তবে আলো স্বল্পতা এবং উৎসুক জনতার ভিড়ের কারণে উদ্ধারকাজ ব্যহত হচ্ছে বলে জানিয়েছেন কুলাউড়া থানার ওসি ইয়ারদুস হাসান।

ওসি বলেন- এখন পর্যন্ত ৩ জনের লাশ পুলিশ উদ্ধার করেছে। আরো অনেকেরই অবস্থা গুরুতর। আহতদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে। তবে আলো কম থাকা এবং উৎসুক জনতার কারণে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে।

এদিকে আহতদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। সিলেটভিউকে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের কুলাউড়া শাখার ইনচার্জ অপেন কুমার সিং।

তিনি জানান, ঘটনার খবর পাওয়ার পরই কুলাউড়া থেকে দুটি ইউনিট, মৌলভীবাজার থেকে একটি ইউনিট, বড়লেখা থেকে একটি ও ফেনঞ্জুগঞ্জ থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

সিলেটভিউ২৪ডটকম/২৪ জুন ২০১৯/এসএ/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন