আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

কুলাউড়ায় উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-২৪ ০১:৫৫:৫৯

নিজস্ব প্রতিবেদক :: কুলাউড়া উপজেলায় দুর্ঘটনার কবলে পড়া আন্ত:নগর উপবন এক্সপ্রেসের যাত্রীদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।

রবিবার দিবাগত রাত পৌনে দুইটায় ঘটনাস্থল থেকে সিলেটভিউকে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের কুলাউড়া শাখার ইনচার্জ অপেন কুমার সিং।

তিনি জানান, ঘটনার খবর পাওয়ার পরই কুলাউড়া থেকে দুটি ইউনিট, মৌলভীবাজার থেকে একটি ইউনিট, বড়লেখা থেকে একটি ও ফেনঞ্জুগঞ্জ থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

তিনি আরো জানান, এখন পর্যন্ত তিনটি লাশ উদ্ধার করে কুলাউড়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের সংখ্যা জানানো সম্ভব হচ্ছে না। উদ্ধার কাজ শেষে বিস্তারিত জানানো হবে।

এর আগে রবিবার রাত পৌণে ১২টার দিকে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্ত:নগর উপবন এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনটির দুটি বগি লাইনচ্যূত হয়ে খালে পড়ে যায় এবং একটি বগি উল্টে যায়।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল স্টেশন থেকে ২০০ মিটার দুরে কালা মিয়া বাজার সংলগ্ন একটি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

সিলেটভিউ২৪ডটকম/২৪ জুন ২০১৯/কেআরএস/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন