আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখা পৌরসভায় উপ-নির্বাচনে কবির আহমদ বিজয়ী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-২৪ ২০:৪৯:০০

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচনে কবির আহমদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে উট পাখি প্রতীকে তিনি পেয়েছেন ৫৬৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজু কান্ত দাস টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬২ ভোট এবং মো. আব্দুল কুদ্দুছ পানির বোতল প্রতীক নিয়ে পেয়েছেন ১৮৩ ভোট।

ভোটগণনা শেষে সোমবার (২৪ জুন) রাতে ফলাফল ঘোষণা করেন মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল আলম।

সোমবার সকাল ৯টা মোহাম্মদীয়া মাদ্রাসা কেন্দ্রে  শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। একটানা চলে বিকেল ৫টা পর্যন্ত।

উপনির্বাচনে এ ওয়ার্ডে ১৮২৬ জন ভোটারের মধ্যে ১১১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ১৯ ভোট বাতিল ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, বড়লেখা পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর তাজ উদ্দিন (বর্তমান ভাইস চেয়ারম্যান) গত ১৮ মার্চ পঞ্চম বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় পদটি শূন্য ঘোষণা করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/২৪ জুন ২০১৯/এজেএল/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন