আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

নিয়োগে বাণিজ্যর অভিযোগে মৌলভীবাজারে এসআই বরখাস্ত, কনস্টেবল আটক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-২৭ ০০:৫০:২১

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অনিয়ম করে অর্থ লেনদেনের অভিযোগে পুলিশের এক সাব ইন্সপেক্টরকে সাময়িক বরখাস্ত ও এক কনস্টেবলকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে মৌলভীবাজার পুলিশ লাইনে তাদের আটক করা হয়।

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম জানা- অভিযোগ পেয়ে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা হয়েছে। সাময়িক বরখাস্তকৃত সাব ইন্সপেক্টর শফিকুর রহমান মৌলভীবাজার পুলিশ লাইনে কর্মরত ছিলেন। আর আটককৃত কনস্টেবল রনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন।

একটি দায়িত্বশীল সূত্র জানায়, সকালে রনি দাস একজন মেয়েকে নিয়ে পুলিশ লাইন আসেন। ওই মেয়েকে তার মামাতো বোন পরিচয় দেন। এসময় ডিবি পুলিশের সন্দেহ হয় সে আর্থিক লেনদেন করেছে। এ অভিযোগে তাকে আটক করে মৌলভীবাজার মডেল থানায় নিয়ে আসেন।

সিলেটভিউ২৪ডটকম/২৭ জুন ২০১৯/ওফানা/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন