আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

জুড়ীতে বিদ্যালয়ে বৈদ্যুতিক ফ্যান প্রদান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-০৪ ০০:৩৮:৪৭

জুড়ী প্রতিনিধি :: জুড়ী উপজেলার রত্না চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাতটি বৈদ্যুতিক ফ্যান প্রদান করা হয়েছে।

জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে বুধবার রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজের নিকট দুইটি বৈদ্যুতিক ফ্যান তুলে দেন। এ সময় জুড়ী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, সাংবাদিক সাইফুল ইসলাম সুমন উপস্থিত ছিলেন।

এর পূর্বে জুড়ীর ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান জালালাবাদ ফার্মেসীর স্বত্তাধিকারী আব্দুস সাত্তার উক্ত বিদ্যালয়ে পাঁচটি বৈদ্যুতিক ফ্যান দান করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ বলেন, চা বাগানের এই বিদ্যালয়টি অতি সম্প্রতি জাতীয়করণ করা হয়। কিন্তু বিদ্যালয়ে ফ্যান না থাকায় প্রচন্ড গরমের মধ্যে শিক্ষার্থীরা কষ্ট পোহাচ্ছিল। সাতটি ফ্যান দান করে কোমলমতি শিক্ষার্থীদের কষ্ট দুর করায় দাতাদের প্রতি কৃতজ্ঞ।

সিলেটভিউ২৪ডটকম/০৪ জুলাই ২০১৯/এমএএল/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন