আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

কমলগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-০৪ ২০:৪৪:৫৬

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে মুন্সীবাজার কালীপ্রসাদ উচ্চবিদ্যালয়ের ৭ম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহ হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে মুন্সীবাজার ইউনিয়নের সুরানন্দপুর গ্রামে এ বাল্যবিবাহ বন্ধ করা হয়।

জানা যায়, রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মৌলভীরচক গ্রামের আইয়ূব আলীর ছেলে জোবায়ের আলীর সাথে আলমাছ মিয়া ও সিরাজুন বেগমের মেয়ে শামীমা আক্তার (১৪) বিয়ের আয়োজন হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের নির্দেশনায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী থানা পুলিশ নিয়ে সুরানন্দপুর গ্রামে আলমাছ মিয়ার বাড়িতে গিয়ে শামীমার বিয়ের আয়োজন বাতিল করেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরীকে ঘটনাস্থলে পাঠিয়ে বিবাহ বন্ধ করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/৪ জুলাই ২০১৯/জেএ/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন