Sylhet View 24 PRINT

শ্রীমঙ্গলে বরুনা মাদ্রাসার শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-০৪ ২০:৫১:৫৮

শ্রীমঙ্গল প্রতিনিধি :: পঞ্চম শ্রেণী থেকে তাকমীল ফিল হাদীস ও তাহফীযুল কোরআন এর বেফাক ও হাইয়াত বোর্ডের পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় স্থানপ্রাপ্ত  ও মুমতায (এ প্লাস) প্রাপ্ত শিক্ষার্থীদের  বৃত্তিপ্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলুম হামিদনগর বরুনা মাদরাসায় আয়োজিত এক অনুষ্ঠানে এবছর মোট ৯৪ জন শিক্ষার্থীর মাঝে সবোর্চ্চ ১৫০০ থেকে সর্বনি¤œ ৫০০টাকা এ শিক্ষাবৃত্তি  প্রদান করা হয়।

এতে সভাপতিত্ব করেন আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম,প্রতিষ্ঠানটির ছদরে মুহতামিম শায়খুল হাদীস আল্লামা শায়খ খলীলুর রহমান হামিদী (পীর সাহেব বরুণা)।

প্রতিষ্ঠানের সহকারী শিক্ষা সচিব মাওলানা শফিউল আলমের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বরুণা মাদরাসার শিক্ষা সচিব মাওলানা রশিদ আহমদ হামিদী, প্রধান আলোচক ছিলেন জামিয়া বরুণা মাদরাসার প্রিন্সিপাল ইউরোপ এর নন্দিত মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শেখ বদরুল আলম হামিদী, আমন্ত্রিত অতিথি ছিলেন বানিয়াচং ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবদাল হোসেন খাঁন, মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর আলহাজ আয়াছ আহমদ,শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, দৈনিক খোলা চিঠি’র সম্পাদক সরফরাজ আলী বাবুল, সিলেট রিপোর্ট এর সম্পাদক রুহুল আমিন নগরী।

এছাড়া জামিয়া বরুণা মাদরাসার শিক্ষকদের মধ্যে সহকারী শিক্ষা সচিব মাওলানা সাইফুর রহমান, সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল হাই উওরসুরী,মাওলানা আব্দুল গফুর কবীর, মাওলানা জাবেদ আহমদ, মুফতি ইউসুফ ক্বাসেমী,মাওলানা মিসবাহউদ্দিন জুবায়ের ও মাওলানা মনজুর আশরাফী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য বরুনা মাদরাসা বেফাক ও হাইয়াত বোর্ডের অধীনের পরীক্ষার ফলাফলের দিক থেকে  সিলেট বিভাগের মধ্যে এবছর ৪র্থ স্থান অধিকার করেছে।

সিলেটভিউ২৪ডটকম/ ০৪ জুলাই ২০১৯/ আইএ/ শাদিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.