আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

কুলাউড়ায় শুরু হলো ই-নামজারি সেবা কার্যক্রম

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-০৯ ২২:২১:৩৭

কুলাউড়া প্রতিনিধি :: ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের অন্যতম একটি পদক্ষেপ হলো ই-নামজারি। এরই অংশ হিসেবে কুলাউড়ায় চালু হলো ই-নামজারি সেবা।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে কুলাউড়া উপজেলা ভূমি অফিসে ই-নামজারি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদি উর রহিম জাদিদের সভাপতিত্বে ই-নামজারি সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আলম খান। এসময় বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল লাইছ।

ভূমি অফিস সূত্র জানায়, ই- নামজারি কার্যক্রমের মাধ্যমে ৪৫ কার্যদিবসের পরিবর্তে বর্তমানে ২৮ কার্যদিবসে নামজারি সম্পন্ন করার জন্য এরই মধ্যে পরিপত্র জারি হয়েছে। অনলাইন কার্যক্রমের মাধ্যমে দালালদের দৌরাত্ম্যের অবসান হবে এবং সম্পূর্ণ হয়রানিমুক্ত পরিবেশে দ্রুততম সময়ের মধ্যে সেবাগ্রহীতারা রেকর্ড সংশোধন করতে পারবেন। খুব শিগগিরই কুলাউড়া উপজেলাকে শতভাগ ই-নামজারির আওতায় আনার উদ্যোগ গ্রহন করা হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদি-উর রহিম জাদিদ জানান, ই-নামজারি কার্যক্রম সরকারের যুগান্তকারী পদক্ষেপ। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন উপজেলায় ই-নামজারি কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ কুলাউড়া উপজেলায় এই কার্যক্রম শুরু হলো।

সিলেটভিউ২৪ডটকম/৯ জুলাই ২০১৯/এসএ/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন