Sylhet View 24 PRINT

কমলগঞ্জে তিন ব্যবসায়ীকে জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১০ ২১:৩৭:৫৬

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছবাজারের বিভিন্নস্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

বুধবার (১০ জুলাই ) বেলা আড়াইটার দিকে অভিযান পরিচালনকা করে এ জরিমানা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিনের নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন থানার পুলিশ। অভিযানকালে ভানুগাছবাজারের মা ফার্মেসি ২ হাজার ৫ শত, শ্রী লক্ষী ফার্মেসি ১ হাজার এবং মেসার্স উজ্জল এলুমিনিয়াম স্টোর থেকে ১ হাজার ৫‘শসহ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে মেয়াদউত্তীর্ণ ঔষধ বিক্রয় করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়া, নিজেরা অতিরিক্ত দাম লিখে প্রসাধনী বিক্রয় করাসহ বিভিন্ন অভিযোগে এ সকল জরিমানা আদায় করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/১০ জুলাই ২০১৯/জেএ/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.