Sylhet View 24 PRINT

কমলগঞ্জে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১১৯ জন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১৭ ১৭:৫৫:৪৫

প্রতীকী ছবি

কমলগঞ্জ প্রতিনিধি :: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাঁচটি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ১১৯ জন। ২৩৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৫৮৩ জন। পাসের হার ৬৬.০১ ভাগ।

জানা যায়, শমশেরনগর বিএএফ শাহীন কলেজ থেকে ১১৮ জন জিপিএ-৫সহ শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এই কলেজ থেকে ২৭১ জন পরীক্ষার্থীর মাঝে পাস করেছে ২৭১ জন। পাসের হার শতভাগ। কমলগঞ্জ সরকারি গণ-মহাবিদ্যালয় থেকে ১০৮০ জন পরীক্ষার্থীর মাঝে পাস করেছে ৬৪০ জন। পাসের হার ৫৯.৪৪ ভাগ।

শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করে। ৭৪২ জন পরীক্ষার্থীর মাঝে পাস করেছে ৪৯০ জন। পাসের হার ৬০.০৪ ভাগ। আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে ২৮৭ জন পরীক্ষার্থীর মাঝে পাস করেছে ১৬৭ জন। পাসের হার ৫৮.১৯ ভাগ।

এছাড়া বৃন্দাবনপুর হুরুন্নেচ্ছা খাতুন চৌধুরী কলেজ থেকে ১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ জন পাস করেছে। পাসের হার ৮৮.২৩ ভাগ। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলীম পরীক্ষায় কমলগঞ্জের সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে ৭৪ জন পরীক্ষার্থীর মাঝে ৫৮ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৭৮.৩৮ ভাগ।

সিলেটভিউ২৪ডটকম/ ১৭ জুলাই ২০১৯/ শাদিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.