আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সিজারে টানা-হেচড়ায় নবজাতকের মৃত্যু: তদন্ত কমিটি গঠন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-২০ ২২:০৯:১১

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রসবকালে নার্সদের টানা হেচড়ায় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২০ জুলাই) তিন সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

হাসপাতালের সার্জারি বিভাগের চেয়ারম্যান ডা: সুব্রত কুমার রায়কে প্রধান করে ডা. আবু রায়হান ও মেডিসিন বিভাগের প্রধান ডা. রেজাউল করিম মীরকে সদস্য রাখা হয়েছে।

এ বিষয়ে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথি দত্ত কানুনগো বলেন, ‘ঘটনাটি গণমাধ্যমে আসায় আমরা নিজেরাই এর সুষ্ঠু কারণ জানতে তদন্ত কমিটি গঠন করেছি’।

তিনি আরো বলেন, ‘নারীর প্রসবকালে সেখানে নার্সরা নয়, গাইনী বিভাগের চিকিৎসক ডা. ফারজানা হক রুজি, ডা. ইসমাত জাহান ও ডা. রওশন আরা জামান ছিলেন’।

তবে গাইনী চিকিৎসক ডা. রওশন আরা জামান দাবী করে বলেন, ‘মাতৃগর্ভে মৃত অবস্থায় নিয়ে আসা হয় শিশুটিকে’।

তিনি বলেন, আমরা যখন বাচ্চাটাকে বের করার চেষ্টা করি, তখন তার গায়ের চামরা উঠে যাচ্ছিল। সেই সাথে সাথে গন্ধ বের হওয়ায় আমরা নিশ্চিত হই বাচ্চার মৃত্যুর বিষয়টি।

সিলেটভিউ২৪ডটকম/২০ জুলাই ২০১৯/ওফানা/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন