আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

ব্রেইন টিউমারে আক্রান্ত গৃহিনী ছাফাই বাঁচতে চায়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-১০ ০১:২৪:৩২

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই এলাকার এক গৃহিনী ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে ভোক্তেছে। পাবই গ্রামের ছাফাই বেগম বাঁচতে চায়। সে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে সিলেট উসমানী হাসপাতালের নিউরোলজিস্ট ডা. মোস্তফা তৌফিক আহমদের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে সে বাড়ীতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।

ছাফাই উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই গ্রামে দিন মজুর রইছ আলী স্ত্রী। তার স্বামী একজন ভ্যান চালক। এক সন্তানের জননী। ২০১৮ সালে ব্রেইন টিউমারে আক্রান্ত হওয়ার পর থেকে ভ্যান চালক স্বামী তার সহায় সম্বল বিক্রি করে চিকিৎসা করেছেন। কিন্তু তাতে কোন ফল হয়নি। শেষ পর্যন্ত তার চিকিৎসক জানিয়েছেন তার বাঁচাতে গেলে জরুরী ভিত্তিতে টিউমার অপারেশন করতে হবে। এ অপারেশন করতে গেলে প্রায় দুই লক্ষ টাকার মত ব্যয় হবে।

এমতাবস্থায় স্ত্রীকে বাঁচাতে ভ্যানচালক স্বামী দেশ-বিদেশের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: রইছ আলী, বিকাশ নং- ০১৭৫৬৬৩৮৭৯৫।

সিলেটভিউ২৪ডটকম/১০ আগস্ট ২০১৯/জেএ/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন