Sylhet View 24 PRINT

জুড়ীতে শিক্ষার মান উন্নয়নে কাজ করবে এডুকেয়ার ফাউন্ডেশন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-১০ ১৭:২৮:৪১

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করার লক্ষ্যে ‘এডুকেশন ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে।

উপজেলার ছয় ইউনিয়নের বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত একঝাক শিক্ষিত তরুণের উদ্যোগে উপজেলায় শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার আলো থেকে বঞ্চিতদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার লক্ষ্যে উক্ত সংগঠন কাজ করবে।

শনিবার আশরাফুজ্জামান রিশাদকে সভাপতি  ও এমদাদুল হক বাবরকে সাধারণ সম্পাদক করে সংগঠনের ১৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি সহিদুর রহমান পাবেল, মো. আনোয়ার হোসাইন, রুবেল আহমদ, ফাহিম মুন্তাসির, সহ-সাধারণ সম্পাদক এম এইচ ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজহার উদ্দিন রাজিন, নোমান আহমদ, রফিকুল ইসলাম সুমন, আমির হোসেন, অর্থ সম্পাদক অমিত আল হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক সাইদুর রহমান জুবেল, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সারওয়ার আহমদ আসাদ ও নির্বাহী সদস্য আরাফাত জামান।

উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ উপজেলার যে কেউ এই সংগঠনের সাথে সম্পৃক্ত হতে পারবে।

সিলেটভিউ২৪ডটকম/ ১০ আগস্ট ২০১৯/ লাল/ শাদিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.