আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখায় ঈদুল আযহা উপলক্ষে দরিদ্র মানুষকে অর্থ সহায়তা প্রদান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-১২ ০০:৪৯:০৫

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নে ঈদুল আযহা উপলক্ষে ও বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ জন ব্যক্তির মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে বর্ণি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ১ নম্বর বর্ণি ইউনিয়ন জনকল্যাণ সংস্থার উদ্যোগে এই অর্থ বিতরণ করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তরুণ সমাজসেবক মুজিবুর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক আতিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বর্ণি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাব উদ্দিন।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, তরুণ সমাজসেবক মুহাম্মদ কামাল উদ্দিন, এলাকার সমাজসেবক জুবের হোসেন, সাংবাদিক তপন কুমার দাস, সংগঠনের সহ সভাপতি রেহান উদ্দিন হেলিম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জামাল উদ্দিন, অর্থ সম্পাদক জবরুল ইসলাম, শিক্ষক কায়েদে আজম,
মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন, ইউপি সদস্য আব্দুস সামাদ, সংগঠনের সদস্য বিলাল উদ্দিন, উপদেষ্টা আব্দুল লতিফ, ছাত্রনেতা আক্তার হোসেন রেদওয়ান প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১২ আগস্ট ২০১৯/এজেএল/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন